রাজ্য

Chadmari Bridge | কমবে হাওড়ার যানজট, মে মাসের মধ্যেই চালু হবে চার লেনের চাঁদমারি ব্রিজ!

Chadmari Bridge | কমবে হাওড়ার যানজট, মে মাসের মধ্যেই চালু হবে চার লেনের চাঁদমারি ব্রিজ!
Key Highlights

হাওড়া স্টেশনের কাছে চাঁদমারি ব্রিজের জায়গায় তৈরি হচ্ছে চার লেনের কেবল টাইপ ব্রিজ!

হাওড়ার মুকুটে জুড়তে চলেছে নয়া পালক। হাওড়া স্টেশনের কাছে চাঁদমারি ব্রিজের জায়গায় তৈরি হচ্ছে চার লেনের কেবল টাইপ ব্রিজ! ১৯৩৩ সালের পুরনো ওই সেতুর জায়গায় তৈরী হওয়া নতুন ব্রিজটির দীর্ঘ ১৩৪ মিটার ও ২৬.৪১ মিটার চওড়া। ব্রিজটির দুই দিকে ২৭টি করে কেবল রয়েছে। যা ব্রিজটিকে মজবুত ও টেকসই করবে। এরমধ্যে পথচারীদের যাওয়ার জন্য ফুটপাতও থাকবে বলে খবর। পূর্ব রেল জানিয়েছে, চলতি বছর মে মাসের মধ্যেই এই ব্রিজের কাজ শেষ হবে। এই ব্রিজের কাজ শেষ হলে যানজট কমবে, যাত্রী ও পথচারীদের সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে।