Air India | আহমেদাবাদে দুর্ঘটনার পরেই ‘মেডিক্যাল লিভ’ চেয়েছিলেন প্রায় ১০০ জন পাইলট! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার চারদিন পরেই ১০০ জনের বেশি এয়ার ইন্ডিয়ার পাইলট ‘মেডিক্যাল লিভ’-এর জন্য আবেদন করেন।
১২ই জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল বিমানযাত্রী এবং সাধারণ মানুষ সহ ২৬০ জনের। এবার ওই দিনের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। বৃহস্পতিবার সংসদে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী মুরলীধর মোহল জানালেন, দুর্ঘটনার পর ৫১ জন কমান্ডার ও ৬১ জন ফ্লাইট অফিসার ছুটির জন্য আবেদন করেন। মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েই বিমানকর্মী ও পাইলটরা এমন ছুটির আবেদন করেন বলে তাঁর দাবি। মন্ত্রী আরও বলেন, “এই ঘটনা থেকেই বোঝা যায় পাইলট ও বিমানকর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা কতটা প্রয়োজন।”