Zubeen Garg Death Case | জুবিনের মৃত্যুতে 'ফাউল প্লে'? ড্রামারের পর গ্রেপ্তার টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত

Friday, October 3 2025, 6:09 am
highlightKey Highlights

সিঙ্গাপুরে গায়ক জুবিনের রহস্যমৃত্যুতে গ্রেপ্তার টিমের গায়িকা অমৃতপ্রভ মহন্ত।


‘চতুর্থ নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’এ সিঙ্গাপুরে পারফর্ম করতে গিয়ে ২০ সেপ্টেম্বর জলে ডুবে মৃত্যু হয় অসমীয়া গায়ক স্বনামধন্য সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। গত ২৫ সেপ্টেম্বর সিট আধিকারিকরা গ্রেপ্তার করেন জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং আয়োজক শ্যামকানু মহন্তকেও গ্রেপ্তার করা হয়েছে। এবার এঘটনায় টিমের গায়িক অমৃতপ্রভ মহন্তকে গ্রেপ্তার করা হলো। পুলিশ সূত্রে খবর, ভিডিওয় জুবিনের খুব কাছাকাছি সাঁতার কাটছিল অমৃতপ্রভ। গায়কের সাঁতার কাটার মুহূর্তও ক্যামেরাবন্দি করেছিল সে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File