অবস্থা অনেকটাই স্থিতিশীল, বাড়ি ফিরলেন বুদ্ধবাবু, থাকবেন পর্যবেক্ষণে

Thursday, December 21 2023, 2:33 pm
অবস্থা অনেকটাই স্থিতিশীল, বাড়ি ফিরলেন বুদ্ধবাবু, থাকবেন পর্যবেক্ষণে
highlightKey Highlights

চিকিৎসকদের মতে বর্তমান অবস্থা অনেকটাই স্থিতিশীল। আজ হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরলেন বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য। আপাতত বাড়িতেই তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন চিকিত্‍‌সকরা। সোমবার উডল্যান্ডসের দেওয়া প্রেস বিবৃতিতে জানানো হয়েছিল, বুদ্ধবাবুর রক্তচাপ, পালস, হৃদস্পন্দন এবং রক্তে অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইডের মাত্রা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকরা জানান, হাসপাতালের মতো না-হলেও, সিওপিডি-র পুরোনো রোগী বুদ্ধদেবের বাড়িতেই তাঁর শ্বাসের সমস্যা সামলানোর উপযোগী চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তাই তাঁর ছুটির ব্যবস্থ্যা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File