Jagdeep dhankhar | পেনশনের জন্য আবেদন করলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, বিধায়ক হিসেবে কত অর্থ পাবেন তিনি?

Saturday, August 30 2025, 3:56 pm
highlightKey Highlights

জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর আবেদন অনুমোদনের জন্য উদ্যোগী হয়েছে রাজস্থান বিধানসভা।


১৯৯৩ সাল থেকে পাঁচ বছরের জন্য রাজস্থানের কিষাণগড় কেন্দ্রের বিধায়ক ছিলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। ১ মাস আগে তিন উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার রাজস্থান বিধানসভায় পেনশনের জন্য আবেদন করলেন তিনি। রাজস্থানের প্রাক্তন বিধায়ক ৩৫,০০০ মাসিক পেনশন পান। তবে ৭০ ঊর্ধ্বরা অতিরিক্ত ২০ শতাংশ পেনশন পান। ধনখড়ের বয়স বর্তমানে ৭৪ হওয়ায় তিনি ৪২ হাজার টাকা মাসিক পেনশন পাবেন। রাজস্থান বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File