Ranji Trophy 2024 । রঞ্জিতে ত্রিশতরানের রেকর্ড ছুঁলেন লোমরো, দর বাড়লো কোহলির সতীর্থের

Thursday, November 14 2024, 3:43 pm
Ranji Trophy 2024 । রঞ্জিতে ত্রিশতরানের রেকর্ড ছুঁলেন লোমরো, দর বাড়লো কোহলির সতীর্থের
highlightKey Highlights

রাজস্থান বনাম উত্তরাখন্ড রঞ্জি ম্যাচে রাজস্থানের হয়ে ত্রিশতরান করেছেন আরসিবির প্রাক্তন ক্রিকেটার মাহিপাল লোমরো।


বৃহস্পতিবার দেরাদুনের অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হলো রাজস্থান বনাম উত্তরাখন্ড রঞ্জি ম্যাচ। এই ম্যাচে নিজের বিধ্বংসী রূপে ফিরলেন আরসিবির প্রাক্তন ক্রিকেটার মাহিপাল লোমরো। এদিন রাজস্থানের হয়ে উত্তরাখণ্ডের বিরুদ্ধে দুর্ধর্ষ ট্রিপল সেঞ্চুরি করলেন এই ক্রিকেটার। ম্যাচে ১৩টি ছক্কা এবং ২৫টি বাউন্ডারি মারেন তিনি। আকাশ চোপড়ার পর রাজস্থানের হয়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করলেন ২৪ বছরের এই ক্রিকেটার। ফলে আইপিএলের মেগা নিলামে দর চড়তে চলেছে তাঁর, আশা ক্রিকেটপ্রেমীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File