Sukhbir Singh Badal | স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে হামলা প্রাক্তন জঙ্গির
Wednesday, December 4 2024, 5:55 am
Key Highlights
বুধবার সকালে স্বর্ণমন্দিরের ঢোকার মুখে শিরোমণি অকালি দলের নেতা ও পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে চলে গুলি।
অমৃতসরের স্বর্ণমন্দিরে চলল গুলি! বুধবার সকালে স্বর্ণমন্দিরের ঢোকার মুখে শিরোমণি অকালি দলের নেতা ও পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে চলে গুলি। তবে সুখবীর নিরাপদেই রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের জানা গিয়েছে, ধর্মীয় শাস্তির কারণে স্বর্ণমন্দিরের বাইরে পাহারা দেওয়ার কাজ করছিলেন সুখবীর। তখনই দুষ্কৃতী। চালায় হামলা। এদিকে মন্দির কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপের জেরে আততায়ীকে আটক করে সম্ভব হয়েছে। হামলাকারী বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি নারাইন সিং চৌরা।