Manmohan Singh । প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ এই রাজনৈতিক ব্যক্তিত্বের
প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২।
শারীরিক অসুস্থতার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ভর্তি হয়েছিলেন দিল্লির এইমসে। সদ্য প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত সামলেছেন দেশের অর্থমন্ত্রীর পদ। ২০০৪ থেকে ২০১৩, টানা ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। তাঁর অসুস্থতার খবরে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছেছিল কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধীর গাড়ি। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গেরাও পৌঁছেছিলেন হাসপাতালে। এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া সব মহলে।