Imran Khan | জেলে মানবাধিকার লঙ্ঘন! মুক্তি পেতে রাষ্ট্রসংঘে দরবার করছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

জেলের নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে রাষ্ট্রসংঘে আবেদন জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।
পাক সেনার রোষে গদি হারিয়েছেন ইমরান খান। দু’বছর ধরেই জেলেই রয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। একের পর এক নয়া মামলা চেপেছে তাঁর উপর। সম্প্রতি ইমরান খানের পুত্র সুলেমান খান এক বিবৃতিতে জানিয়েছে, জেলে তাঁর বাবার সাথে ভয়াবহ নির্যাতন করা হচ্ছে। ইমরানের রাজনৈতিক দলের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জেলে আন্তর্জাতিক মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন ঘটছে। সূত্রের খবর, আইনজীবীদের দল রাষ্ট্রসংঘের নির্যাতন সংক্রান্ত প্রতিনিধির কাছে জেলমুক্তির আবেদন জমা দিয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান প্রধানমন্ত্রী
- পাকিস্তান
- ইমরান খান
- রাষ্ট্রসঙ্ঘ
- জেল