SI Amitabh Malik | SI অমিতাভ মালিক খুনে গ্রেপ্তার প্রাক্তন মোর্চা নেতা প্রকাশ গুরুং, খারিজ হয়েছে জামিনের আবেদন
Sunday, March 9 2025, 2:41 pm
Key Highlightsএসআই অমিতাভ মালিক খুনের ঘটনায় এবার গ্রেপ্তার প্রাক্তন মোর্চা নেতা প্রকাশ গুরুং।
গত ২০১৭ সালে মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়ের সন্ধানে দার্জিলিংয়ের শিরুবাড়ির জঙ্গলে অভিযান চালাতে গিয়ে মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারান দার্জিলিং সদর থানার এসআই অমিতাভ মালিক। এবার সেই মামলায় প্রাক্তন মোর্চা নেতা প্রকাশ গুরুংকে গ্রেপ্তার করলো পুলিশ। রবিবার প্রকাশকে দার্জিলিং আদালতে তোলা হয়। বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন। উল্লেখ্য, বর্তমানে প্রকাশ গুরুং অজয় এডওয়ার্ডের গঠিত নতুন রাজনৈতিক দলের সঙ্গে রয়েছেন। তবে এই মামলায় বিমল গুরুংয়ের জামিন মঞ্জুর করেছে আদালত।
- Related topics -
- রাজ্য
- দেশ
- নিরাপত্তাবাহিনী
- আহত
- নিহত
- দার্জিলিং
- খুন
- জামিন খারিজ

