করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অজয় দে
Friday, May 21 2021, 7:19 am
Key Highlightsফের শোকের ছায়া মন্ত্রীমহলে! বর্তমানে শান্তিপুর পুরসভার পুর প্রশাসক এবং নদীয়া শান্তিপুর বিধানসভায় গত ২৫ বছর ধরে শান্তিপুরের বিধায়ক ছিলেন অজয় দে। ১৫ দিন আগে তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে, কিন্তু তিনি নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন। ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে প্রথমে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে, কিন্তু শেষ রক্ষা হল না। শুক্রবার সকালে এই প্রবীণ নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।