East Bengal | ইস্টবেঙ্গলে সই করলেন মেসি! শীতকালীন ট্রান্সফার উইন্ডোর শেষে শক্তি বাড়ালো লাল-হলুদ শিবির!

লাল হলুদ শিবিরে যোগ দিলেন কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি।
লাল হলুদ শিবিরে যোগ দিলেন মেসি! তবে ইনি সেই মেসি নন। ইনি হলেন কেরালা ব্লাস্টার্সের প্রাক্তন স্ট্রাইকার রাফায়েল মেসি বাউলি। ইতিমধ্যে তাঁর ভিসার আবেদন হয়ে গিয়েছে। রাফায়েল ইস্টবেঙ্গলে সই করা তৃতীয় ক্যামেরুন প্লেয়ার। বলা বাহুল্য, বাউলি ২০১৯-২০ মরশুমে কেরালার হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন। করেছেন আটটি গোল। তবে তাঁর অন্যতম সমস্যা হচ্ছে তিনি বারবার মেজাজ হারান। কেরালা ছাড়ার পর তিনি চিনে বিভিন্ন ক্লাবে খেলেন। এ বার তিনি চিনের শিজিয়াজুয়াং গোংফু ক্লাব থেকে আসছেন লাল হলুদে।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ইস্টবেঙ্গল