SM Krishna | প্রয়াত দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী সোমানাহাল্লি মাল্লাইয়া কৃষ্ণা! ‘সিলিকন ভ্যালি’র স্রষ্টা ছিলেন ইনিই
Tuesday, December 10 2024, 5:58 am
Key Highlights
প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সোমানাহাল্লি মাল্লাইয়া কৃষ্ণা।
প্রয়াত কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সোমানাহাল্লি মাল্লাইয়া কৃষ্ণা। মঙ্গলবার ভোররাতে এস এম কৃষ্ণা তাঁর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ক্ষমতায় থাকাকালীনই ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরু। রাজনৈতিক জীবনের অনেকটা সময় কংগ্রেসে কাটালেও শেষদিকে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৃষ্ণা। তিনি দায়িত্ব পালন করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে, বিদেশমন্ত্রী হিসেবে এবং মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবেও। গত বছরই তাঁকে পদ্ম বিভূষণ পুরস্কার দ্বারা সম্মান দেওয়া হয়।