Abhijit Gangopadhyay | শারীরিক অবস্থা স্থিতিশীল, এইমস থেকে ছাড়া পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Wednesday, July 2 2025, 5:10 am
highlightKey Highlights

দিল্লির এইমস থেকে ছুটি পেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


অবশেষে দিল্লির এইমস থেকে ছুটি পেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চিকিৎসক সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ডাক্তারদের তত্বাবধানেই থাকবেন তিনি। তাঁকে জার্নি করতে নিষেধ করেছেন ডাক্তাররা। প্রসঙ্গত, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিজিৎবাবু। হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অভিজিৎবাবুকে নিয়ে যাওয়া হয় দিল্লিতে। বেশ কিছুদিন আইসিউতে থাকা পর সুস্থ হয়েছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File