Syed Abid Ali | ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সৈয়দ আবিদ আলি

বুধবার প্রয়াত হলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সৈয়দ আবিদ আলি। ক্যালিফোর্নিয়ার ট্যাসিতে ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
ক্রিকেট দুনিয়ায় একের পর এক শোকের খবর। কদিন আগেই প্রয়াত হয়েছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার পদ্মাকর শিভালকর এবং মিলিন্দ রেগে। বুধবার প্রয়াত হলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার সৈয়দ আবিদ আলি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ায় থাকতেন। নর্থ আমেরিকা ক্রিকেট লিগ নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছে। ১৯৬০এর দশকের শেষ থেকে ১৯৭০এর শুরুর দিক পর্যন্ত পেসার অলরাউন্ডার হিসেবে ভারতীয় ক্রিকেটে দাপটের সঙ্গে খেলেছেন তিনি।