Padma Award 2025 Sportspersons | ভারতের কোন কোন ক্রীড়াবিদরা পাচ্ছেন পদ্ম পুরস্কার? দেখে নিন তালিকা
Saturday, January 25 2025, 6:02 pm
Key Highlightsপদ্ম পুরস্কার পাচ্ছেন প্রাক্তন হকি অধিনায়ক পিআর শ্রীজেশ সহ ভারতীয় দলের একঝাঁক ক্রীড়াবিদ।
এবছর ভারতের একঝাঁক ক্রীড়াবীদ পাচ্ছেন পদ্ম পুরস্কার। পদ্ম সম্মানের জন্য মোট ১৩৯ জনের নামে শিলমোহর পড়েছে রাষ্ট্রপতির তরফ থেকে। তাঁদের মধ্যেই ৫ জন রয়েছেন ক্রীড়াক্ষেত্র থেকে। পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন হকি অধিনায়ক পিআর শ্রীজেশ। পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। এছাড়াও পদ্মশ্রী পাচ্ছেন প্যারালিম্পিক্সে জোড়া পদকজয়ী আর্চার হরবিন্দর সিং এবং প্যারা কোচ সত্যপাল সিং। কলকাতার ময়দানে কালো হরিণ আইএম বিজয়ন পাচ্ছেন পদ্ম সম্মান। এদের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন এবং পিআর শ্রীজেশ অবসর নিয়েছেন।
- Related topics -
- খেলাধুলা
- দেশ
- রবিচন্দ্রন অশ্বিন
- পদ্মভূষণ
- পদ্ম পুরস্কার 2025
- পদ্মশ্রী
- ক্রীড়াবিদ
- ভারতীয়
- ভারতীয় ক্রিকেটদল
- খেলোয়াড়

