Mrityunjay Banerjee | প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, ক্লাব তাঁবুতে শেষ শ্রদ্ধা মোহনবাগান সচিবের

Friday, September 19 2025, 1:56 pm
highlightKey Highlights

তাঁর শবদেহ মোহনবাগান ক্লাব তাঁবুতে আসার পর সচিব সৃঞ্জয় বোস সবুজ-মেরুন পতাকা দিয়ে শ্রদ্ধা জানান।


শুক্রবার সকালে জীবনাবসান হলো প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের। গলফগ্রিনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন এই ফুটবলার। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৬। পাঁচের দশকের শেষ থেকে ষাটের দশকের মাঝামাঝি পর্যন্ত মোহনবাগান দলের রক্ষণভাগের স্তম্ভ ছিলেন তিনি। ১৯৬৩ থেকে ১৯৬৫ টানা তিনবার ডুরান্ড জয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৬২ থেকে ১৯৬৫ টানা চার বছর কলকাতা লিগ জিতেছিল মোহনবাগান। সতীর্থ হিসেবে চুনী গোস্বামী, জার্নাল সিংদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File