Donald Trump 8647 | ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ প্রাক্তন FBI প্রধানের বিরুদ্ধে! ৮৬৪৭ নম্বরের মধ্যে রয়েছে কোন রহস্য?

Friday, May 16 2025, 11:51 am
Donald Trump 8647 | ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ প্রাক্তন FBI প্রধানের বিরুদ্ধে! ৮৬৪৭ নম্বরের মধ্যে রয়েছে কোন রহস্য?
highlightKey Highlights

ট্রাম্প অনুরাগীদের দাবি, প্রাক্তন FBI প্রধানের পোস্টে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে।


ট্রাম্পকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন FBI প্রধানের বিরুদ্ধে! অভিযুক্ত জেমস কমি সোশ্যাল মিডিয়ায় একটি সাদা বালির উপরে হলুদ কালো পাথর জড়ো করে ৮৬৪৭ লেখা একটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই তৈরী হয়েছে বিতর্ক। কারণ আমেরিকায় ৮৬ সংখ্যাটি সাধারণ ভাবে ব্যবহৃত হয় অশ্লীলভাবে কাউকে সরিয়ে দেওয়া বা তার থেকে রেহাই পাওয়ার কথা বলতে। ৪৭ ট্রাম্পের জন্য প্রযোজ্য সাংকেতিক কোড। কারণ তিনি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। ফলে ট্রাম্প অনুরাগীদের দাবি, প্রাক্তন FBI প্রধানের পোস্টে ট্রাম্পকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File