করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে পাওয়া গেলো সাইটোকাইন স্টর্ম, দেওয়া হল রেমডেসিভির
Monday, May 31 2021, 5:16 pm
Key Highlights
করোনা আক্রান্ত হবার পর এবার বুদ্ধদেব ভট্টাচার্যের রিপোর্টে সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব পাওয়া গেলো। মঙ্গলবার রাতেই রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এছাড়াও টসিলিজুমাব ইনজেকশন দেওয়ারও পরিকল্পনা চলছে। উডল্যান্ডস হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর শরীরে সাইটোকাইন স্টর্মের আশঙ্কা মেলায় চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ILS-6 পরীক্ষাটি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে চিকিৎসাধীনে রয়েছেন তিনি।
- Related topics -
- রাজনৈতিক
- প্রাক্তন মুখ্যমন্ত্রী
- বুদ্ধদেব ভট্টাচার্য
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ
- সাইটোকাইন স্টর্ম