Sushila Karki | নেপালের দ্বায়িত্ব বর্তাচ্ছে 'সুশীলা কার্কি'-র ওপরেই, রাতেই শপথ নেবেন নয়া প্রধানমন্ত্রী

ভারতীয় সময় রাত সোয়া নটায় শপথ নেবেন সুশীলা কার্কি। ইতিমধ্যেই এর জন্য সুশীলা কার্কির কাছে গাড়ি পাঠিয়ে দিয়েছে নেপাল সেনা।
বুধবার অন্তর্বর্তিকালীন সরকার গঠন এবং প্রতিনিধি নির্বাচনের জন্যে একটি ভার্চুয়াল সভার আয়োজন করে নেপালের জেন জ়ি বিক্ষোভকারীরা। এই সভাতেই নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে পরবর্তী সরকার প্রধান করার বিষয়ে এক মত হয় তাঁরা। এই সিদ্ধান্তে সম্মত হয়েছে সেনা। নেপালের অন্তর্বর্তিকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রাক্তন প্রধান বিচারপতির কাছে গাড়ি পাঠিয়ে দিয়েছে নেপাল সেনা। ভারতীয় সময় রাত সোয়া নটায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন তিনি।