Bangladesh । বাংলাদেশ পুলিশের হাতে আটক হলেন হাসিনার প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস

Sunday, January 5 2025, 3:09 pm
highlightKey Highlights

বাংলাদেশের প্রাক্তনমন্ত্রী লতিফ বিশ্বাসকে রবিবার তাঁর বাড়ি থেকে আটক করে নিয়ে গিয়েছে বাংলাদেশের যৌথ বাহিনী।


অশান্ত বাংলাদেশ। এদিন সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালায় বাংলাদেশের যৌথ বাহিনী। তারা বাংলাদেশের এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ঢুকে অভিযান চালায়। এরপরই বাংলাদেশের প্রাক্তনমন্ত্রী লতিফ বিশ্বাসকে রবিবার তাঁর বাড়ি থেকে আটক করে বাহিনী। বর্তমানে তাঁকে জেলা সদরে যৌথ বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। তবে কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি। আবদুল লতিফ বিশ্বাস আওয়ামি লিগের প্রাক্তন সভাপতি। এককালে তিনি শেখ হাসিনার মন্ত্রকের প্রাণী সম্পদ বিষয়ক মন্ত্রী ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File