Tamim Iqbal । অবসর নিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল, আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না তিনি
Saturday, January 11 2025, 2:28 am
Key Highlightsআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল।
হঠাৎই শুক্রবার রাতে ফের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বহুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না তিনি, জাতীয় দলের সাথে যাবতীয় যোগাযোগও নাকি ছিন্ন হয়ে যাচ্ছিলো তাঁর। ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। আর দলে ফেরার সম্ভাবনা নেই দেখেই অবসরের সিদ্ধান্ত নিলেন এই অন্যতম সেরা ওপেনার। আগেও ২০২৩সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফিরে আসেন।

 