Shantiniketan | সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় আবির খেলায় নিষেধাজ্ঞা! বিজ্ঞপ্তি প্রকাশ করলো বনদপ্তর!
Monday, March 10 2025, 6:30 am

আগামী ১৪ মার্চ বসন্ত উৎসব। তবে তার আগে শান্তিনিকেতনে আবির খেলা নিয়ে বড় ঘোষণা করলো বনদপ্তর।
আগামী ১৪ মার্চ বসন্ত উৎসব। তবে তার আগে শান্তিনিকেতনে আবির খেলা নিয়ে বড় ঘোষণা করলো বনদপ্তর। এবার সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় হবে না আবির খেলা বা বসন্তোৎসব! রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বনদপ্তর জানিয়েছে, সোনাঝুরি জঙ্গলে আবির খেলা সহ গাড়ি পার্কিং, ড্রোন ওড়ানো, ছবি তোলার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকছে। বনদপ্তরের আধিকারিক রাহুল কুমার বলেন, “বন সংরক্ষণ আইন অনুযায়ী সোনাঝুরি জঙ্গলে লক্ষাধিক মানুষের সমাগমে কোনভাবেই বসন্তোৎসব বাঞ্ছনীয় নয়।” তবে হস্তশিল্প ও ব্যবসায়ীদের স্বার্থেই সোনাঝুরি হাট স্বাভাবিক থাকছে।
- Related topics -
- রাজ্য
- শান্তিনিকেতন
- দোল উৎসব
- বনদপ্তর