S Jaishankar | 'আমেরিকা ছিল আমেরিকাতে', ভারত-পাক সংঘর্ষ বিরতিতে আমেরিকার ভূমিকা নিয়ে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী!

Thursday, May 22 2025, 10:12 am
highlightKey Highlights

ভারত পাক সংঘর্ষ বিরতিতে ভূমিকা ছিল না আমেরিকার। এবার স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।


ভারত পাক সংঘর্ষ বিরতিতে ভূমিকা ছিল না আমেরিকার। এবার স্পষ্ট জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী বলেন, সংঘর্ষ থামাতে চেয়েছিল পাকিস্তান, আর তাদের অনুরোধে ভারত সাড়া দিয়েছে। দুপক্ষের আলোচনার মধ্যে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই। মার্কিন ভূমিকা নিয়ে জয়শংকর বলেন, “আমেরিকা তো আমেরিকাতেই ছিল। তাদের বিদেশ সচিব মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যথাক্রমে আমার সঙ্গে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। তবে সেটা কেবলমাত্র উদ্বেগ প্রকাশের জন্য।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File