S Jaishankar | লন্ডনে খালিস্তানি হামলার খপ্পরে বিদেশমন্ত্রী এস জয়শংকর, ছেঁড়া হলো ভারতের পতাকা!

Thursday, March 6 2025, 5:14 am
highlightKey Highlights

লন্ডনে বিদেশমন্ত্রী এস জয়শংকরের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের! অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী।


ব্রিটেনে সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। মঙ্গলবার সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। বুধবার লন্ডনের প্রকাশ্য রাস্তায় তাঁর ওপর হামলার অভিযোগ উঠলো। সূত্রের খবর, গতকাল একটি আলোচনায় সভা শেষ করে চ্যাথাম হাউস থেকে বেরচ্ছিলেন জয়শংকর। রাস্তার একপাশে একদল হলুদ পতাকাধারী খালিস্তানিদের হয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। অভিযোগ, বিদেশমন্ত্রীর কনভয় চলতে শুরু করতেই বিক্ষোভকারীদের একজন গাড়ির একেবারে সামনে এসে পড়ে। ছিঁড়ে ফেলে ভারতের পতাকা। সঙ্গে সঙ্গে পুলিশ এসে হামলাকারীকে আটক করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File