Fatemeh Mohajerani | এই প্রথমবার মুখপাত্র হিসেবে কোনও মহিলাকে নিয়োগ করলো ইরানের সরকার
Saturday, August 31 2024, 10:24 am
Key Highlightsইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সে দেশের মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহ মোহাজেরানিকে মুখপাত্র হিসেবে নিয়োগ করেন।
ইতিহাসে প্রথমবারের জন্য ইরানের সরকার কোনও মহিলাকে তাদের মুখপাত্র হিসেবে নিয়োগ করল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সে দেশের মন্ত্রিসভার বৈঠকে ফাতেমেহ মোহাজেরানিকে মুখপাত্র হিসেবে নিয়োগ করেন। তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইরান সরকারের নবনিযুক্ত মুখপাত্র ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট হাসান রুহানির সরকারের আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তখন তিনি সেখানকার টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান হিসেবে কার্যনির্বাহ করেন। ইরানের সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টসের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন ২০১৭ সালে।
-  Related topics - 
 - আন্তর্জাতিক
 - ইরান
 - রাজনীতি
 - রাজনৈতিক
 

 