Nifty & Sensex | ২৪ হাজার ছাড়িয়ে নজির গড়ল নিফটি! ৮০ হাজারের গন্ডি পেরোলো সেনসেক্স!

Wednesday, July 3 2024, 6:59 am
Nifty & Sensex | ২৪ হাজার ছাড়িয়ে নজির গড়ল নিফটি! ৮০ হাজারের গন্ডি পেরোলো সেনসেক্স!
highlightKey Highlights

এই প্রথমবার ২৪ হাজার ছাড়িয়ে নজির গড়ল নিফটি। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮০,০১৩-এ।


ইতিহাসে এই প্রথমবার ২৪ হাজার ছাড়িয়ে নজির গড়ল নিফটি। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই দেখা যায় সেনসেক্স পৌঁছে গিয়েছে ৮০,০১৩-এ। পাশাপাশি নিফটিও ১৬৯ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২৪, ২৯২-এ। সেনসেক্সে সবচেয়ে লাভবান এইচডিএফসি ব্যাঙ্ক। এর পরই তালিকায় রয়েছে কোটাক ব্যাঙ্ক, বাজাজ ফিনান্সআরভি অ্যান্ড এমঅ্যান্ডএম। ক্ষতির মুখে পড়েছে টে মাহিন্দ্রা, টিসিএস, সান ফার্মা, ইনফোসিস ও ভারতী এয়ারটেল। উল্লেখ্য, এর আগে ৭৮ হাজার পয়েন্ট পেরতে দেখা গিয়েছিল সেনসেক্সকে। দুদিনের মধ্যে ৭৯ হাজার পেরিয়ে যায় সূচক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File