Biotechnology | দেশীয় জৈবপ্রযুক্তি গবেষণায় মাইলফলক! সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরী হলো অ্যান্টিবায়োটিক ওষুধ

Thursday, November 28 2024, 1:30 pm
Biotechnology | দেশীয় জৈবপ্রযুক্তি গবেষণায় মাইলফলক! সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরী হলো অ্যান্টিবায়োটিক ওষুধ
highlightKey Highlights

কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ‘নাফিথ্রোমাইসিন’ নামের এই অ্যান্টিবায়োটিক তৈরি করেছে ওখার্ড ফার্মাসিউটিক্যালস।


ভারতে এই প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হলো অ্যান্টিবায়োটিক! কেন্দ্রীয় জৈবপ্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, ‘নাফিথ্রোমাইসিন’ নামের এই অ্যান্টিবায়োটিক তৈরি করেছে ওখার্ড ফার্মাসিউটিক্যালস। এই ওষুধটি ম্যাক্রোলাইডস গোত্রের অ্যান্টিবায়োটিক। এই গোত্রের পরিচিত অ্যান্টিবায়োটিক হলো এরিথ্রোমাইসিন, রক্সিথ্রোমাইসিন, অ্যাজ়িথ্রোমাইসিন ও ক্ল্যারিথ্রোমাইসিন। ওষুধ প্রতিরোধী কিছু ব্যাকটেরিয়াল নিউমোনিয়ায় নাফিথ্রোমাইসিন ভালো কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন  না পাওয়ায় এখনই ওষুধটি উৎপাদন ও বাজারজাত করার উপায় নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File