Chandrabhaga Dam | চন্দ্রভাগা নদীর উপর বাঁধ তৈরী করতে বিশ্বব্যাঙ্কের থেকে ঋণ নেবে ভারত, আরও বিপাকে পাকিস্তান!

Friday, July 11 2025, 12:20 pm
highlightKey Highlights

কিশতয়াড়া জেলায় ‘কোয়ার বাঁধ’ নির্মাণ করতে বিশ্বব্যাঙ্কের ৩১১৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে ভারত সরকার।


সিন্ধু চুক্তিতে ভারত সরকার স্থগিতাদেশ দেওয়ার পর জলকষ্টের সম্মুখীন হয় পাকিস্তান। এবার আরও বিপদে পড়তে চলেছে ইসলামাবাদ। চন্দ্রভাগা নদীর উপর বাঁধ তৈরী করার জন্য তোড়জোড় শুরু করে দিল মোদি সরকার। কিশতয়াড়া জেলায় ‘কোয়ার বাঁধ’ নির্মাণ করতে বিশ্বব্যাঙ্কের ৩১১৯ কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে ভারত সরকার। জানা গিয়েছে, কোয়াকর বাঁধ নির্মাণের মাধ্যমে গ্রিনফিল্ড স্টোরেজ ও জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করবে কেন্দ্রীয় সরকার। আর এই প্রকল্প তৈরিতে ভারতের খরচ পড়বে ৪৫২৬ কোটি টাকা। তৈরি হবে ৫৪০ মেগাওয়াট বিদ্যুৎ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File