খেলাধুলা

Asia Cup | মাঠে 'AK-47' ভঙ্গিতে সেলিব্রেশন, ফারহান-রউফের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ICC!

Asia Cup | মাঠে 'AK-47' ভঙ্গিতে সেলিব্রেশন, ফারহান-রউফের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে ICC!
Key Highlights

পাক ক্রিকেটারদের ‘ভারতবিদ্বেষী’ সেলিব্রেশন নিয়ে অভিযোগ দায়ের করল বিসিসিআই।

এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচে টানটান উত্তেজনা। সুপার ফোরে পাকিস্তান ক্যাপ্টেনের সাথে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেছিলেন পাক ক্রিকেটার ওপেনার সাহিবজাদা ফারহান। এরপরই দেখা যায় ব্যাট তুলে একে ৪৭ ভঙ্গিতে সেলিব্রেশন করছেন তিনি। ম্যাচ চলাকালীন পাক ক্রিকেটার হ্যারিস রউফ হাতের ছয় আঙুল দেখিয়ে ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। এই দুই ওপেনারের বিরুদ্ধে অভিযোগ জানালো ভারতীয় বোর্ড। আইসিসির কাছে সরকারিভাবে ভারতের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে।