Neymar | চতুর্থবার বাবা হলেন ফুটবল তারকা নেইমার, গার্লফ্রেন্ড ব্রুনো বিয়ানকার্ডির কোলে এলো তাঁর দ্বিতীয় সন্তান

Sunday, July 6 2025, 4:57 pm
highlightKey Highlights

নেইমার-ব্রুনো বিয়ানকার্ডির কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে মেল।


চতুর্থবারের মতো পিতা হলেন ফুটবলার নেইমার। প্রেমিকা ব্রুনা ব্যাঙ্কার্ডির কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান ‘মেল’। শনিবার, সাও পাওলোর হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন ব্রুনো। এদিন ইনস্টাগ্রামে ব্রুনো লিখলেন, 'আমাদের মেল এসেছে। জীবন যেন আরও সুন্দর হয়ে উঠেছে। প্রিয় কন্যাকে স্বাগত! ঈশ্বরের আশীর্বাদ সব সময় থাকুক তোমার জীবনে। সমস্ত খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমাকে ভালোবাসি। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর অপেক্ষায়।' ইতিমধ্যেই ব্রুনোর সাথে থাকতে ক্লাব সান্তোসের কাছে ছুটি নিয়েছেন নেইমার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File