State budget 2025 | আরজিকরের ঘটনার জের, বাংলা বাজেটে হাসপাতালের সুরক্ষাক্ষেত্রে বিরাট অর্থ বরাদ্দ হলো

Wednesday, February 12 2025, 5:43 pm
highlightKey Highlights

রাজ্য বাজেট পেশ করা হয়েছে বুধবার। আর সেই বাজেটে অন্যান্য অনেক বরাদ্দ প্রস্তাবের পাশাপাশি রাতের হাসপাতালের নিরাপত্তার উপর জোর দেওয়া হল এবার।


আরজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার হাসপাতাল ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আটোসাঁটো করলো রাজ্য সরকার। এদিন বাজেট মিটিংয়ে অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, রাতে যেসব মহিলা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী কাজ করেন তাঁদের জন্যে হেল্পার্স অফ দি নাইট অর্থাৎ 'রাতের সাথী' চালু করা হবে। জেলার প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে মেয়েদের জন্যে বিশ্রাম কক্ষ এবং ওয়াশরুম তৈরি হবে। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে সিসি ক্যামেরা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। এই প্রকল্পে ১৫৭ কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File