Delhi Fog । কুয়াশাচ্ছন্ন রাজধানী দিল্লি, ৪৮২ মিনিট দেরিতে চলছে ট্রেন! দেরিতে উড়ছে বিমানও
Friday, January 10 2025, 6:11 am
Key Highlights
ঘন কুয়াশার দাপটে শুক্রবার সকালে বিপর্যস্ত হল দিল্লি, গাজিয়াবাদ, নয়ডার মতো এলাকার জনজীবন। কোনও ট্রেন ৫০৮ মিনিট লেট, কোনওটা আবার ৪৮২ মিনিট দেরিতে চলছে। দেরিতে চলছে ১৫০টির মতো বিমান।
দিল্লি ঢেকেছে ঘন কুয়াশায়। কোথাও কোথাও কুয়াশার দাপট এতটাই যে দৃশ্যমানতা শূন্যে ঠেকেছে। এর জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। শুক্রবার সকাল ছ'টা পর্যন্ত যে পরিসংখ্যান এসেছে, তাতে দেখা গিয়েছে দিল্লিগামী ২৬টি ট্রেন দেরিতে চলছে। সবথেকে বেশি লেটে চলছে হজুর সাহিব নান্দেদ শ্রী গঙ্গাসাগর সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনটি প্রায় ৫০৮মিনিট লেট্। ১৫০টির মতো বিমান দেরিতে চলছে দিল্লি ও সংলগ্ন এলাকার এয়ারপোর্ট থেকে। ঘন কুয়াশার দাপটে ১৩৭ মিনিট লেটে চলছে পশ্চিমবঙ্গের ফরাক্কা এক্সপ্রেসও।
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- কুয়াশাচ্ছন্ন
- কলকাতা এয়ারপোর্ট
- ট্রেন বাতিল
- ট্রেন