স্বাস্থ্য

অশনিসঙ্কেত গবেষণায়! দাপটে ফিরতে চলেছে ফ্লু ভাইরাস, হতে পারে ‘টুইনডেমিক’

অশনিসঙ্কেত গবেষণায়! দাপটে ফিরতে চলেছে ফ্লু ভাইরাস, হতে পারে ‘টুইনডেমিক’
Key Highlights

আমেরিকার পিট্‌সবার্গ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ ভাবে করা দু’টি গবেষণা গোটা বিশ্বের কাছে উদ্বেগজনক খবর দিয়েছে। তাঁদের গবেষণা অনুযায়ী,চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু করে শীতকাল পর্যন্ত ফ্লু ভাইরাসের দাপট চলবে। আক্ষরিক অর্থে এই ‘ফ্লু মরসুম’-এর নাম ‘টুইনডেমিক’। পাশাপাশি আরও জানা যাচ্ছে, অতিমারির আগে বিশ্বে বছরে গড়ে যে সংখ্যায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হত, আসন্ন ফ্লু মরসুমে (২০২১-’২২) সেই সংখ্যা কম করে এক লক্ষ থেকে চার লক্ষ বাড়তে চলেছে।