আন্তর্জাতিক

Heavy Rain | নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে হঠাৎ বন্যা পরিস্থিতি! জারি হলো জরুরি অবস্থা!

Heavy Rain | নিউ ইয়র্ক সিটি ও নিউ জার্সিতে হঠাৎ বন্যা পরিস্থিতি! জারি হলো জরুরি অবস্থা!
Key Highlights

টেক্সাসের পর এবার নিউ ইয়র্ক সিটি এবং উত্তর নিউ জার্সিতে আচমকা বন্যা পরিস্থিতি!

টেক্সাসের পর এবার নিউ ইয়র্ক সিটি এবং উত্তর নিউ জার্সিতে আচমকা বন্যা পরিস্থিতি! ইতিমধ্যে জরুরি অবস্থা করা হয়েছে। সোমবার রাতে উত্তর পূর্ব এবং মধ্য আটলান্টিকের কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। ম্যানহাটনের চেলসি এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ১.৪৭ ইঞ্চি রেকর্ড বৃষ্টি হয়েছে। স্টেটেন আইল্যান্ডে ১.৬৭ ইঞ্চি বৃষ্টি হয়েছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই টেক্সাসে বাঁধভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল ওই এলাকায় সামার ক্যাম্পে আসা বহু পড়ুয়া। মৃত্যু হয়েছিল কমবেশি ১৫০ জনের।