ফের দার্জিলিঙে ধস, উত্তাল তিস্তা, বাঁধ ভেঙে জলপাইগুড়ির বহু এলাকা প্লাবিত
Wednesday, October 20 2021, 5:45 am
Key Highlights উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে তিস্তার জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। বাধ্য হয়ে তিস্তা জলাধার থেকে দফায় দফায় জল ছাড়তে বাধ্য হয়েছে প্রশাসন। তাতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। প্লাবিত জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। বহু জায়গায় নদীবাঁধ ভেঙে গ্রামের মধ্যে জল ঢুকেছে। কালিম্পং এবং গ্যাংটকগামী ১০ নম্বর জাতীয় সড়কের কোনও কোনও জায়গা তিস্তার জলে ভেসে গিয়েছে। ৫৫ নম্বর জাতীয় সড়ক, পাঙ্খাবাড়ি এবং রোহিণী রোড খোলা থাকলেও একাধিক জায়গায় ছোট ছোট ধস রয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের এলাকা ছাড়তে নিষেধ করা হয়েছে।