টেকনোলজিই-কমার্স সংস্থা Flipkart-এ গত ৩ মাসে প্রায় ২৩,০০০ কর্মী নিয়োগ
করোনার দ্বিতীয় ওয়েভে দেশজুড়ে আবার কার্যত লকডাউন। এই পরিস্থিতিতে আগের তুলনায় আরও বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করছেন। জরুরি পরিষেবা গুলির পাশাপাশি চালু রয়েছে ই-কমার্স সংস্থা গুলি। এরফলে, Flipkart-এর মতো ই-কমার্স সাইটগুলির কাজ বৃদ্ধি পেয়েছে। শুধু ডেলিভারি নয়, চাপ বেড়েছে সংস্থার ওয়্যারহাউস, ডিসপ্যাচ সেন্টারগুলিতেও। সেই কারণেই মঙ্গলবার আরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা করেছিল ফ্লিপকার্ট। এছাড়াও বাড়িতে বসেই যাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় সেই জন্য অনলাইনে মুদিখানার সামগ্রীর স্টক বৃদ্ধিতে মনোযোগ দিচ্ছে ফ্লিপকার্ট।