কেরলে নৃশংস কাণ্ড! চিতাবাঘ মেরে তার মাংস খাওয়ার অভিযোগ উঠল ৫ ব্যক্তির বিরুদ্ধে
Sunday, January 24 2021, 6:47 am
Key Highlightsফের নৃশংস কাণ্ড কেরলে। এবার চিতাবাঘ মেরে তার মাংস খাওয়ার অভিযোগ উঠল ৫ ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেফতার করেছে কেরলের বন দফতর। ঘটনা ইদুক্কি জেলার মানকুলামে ঘটনাটি ঘটেছে। গোটা এলাকা বনাঞ্চল দিয়ে ঘেরা। পুলিশ সূত্রে খবর, বিনোদের নামে এক ব্যক্তির বাড়িতে চিতাবাঘের মাংস রান্না করে খাওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশিতে যায় পুলিশ। তল্লাশি চালিয়ে ১০ কেজি রান্না না হওয়া চিতাবাঘের মাংস, তার গায়ের ছাল ও দাঁত বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার ৫ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
- Related topics -
- কেরল
- চিতাবাঘ হত্যা
- গ্রেফতার

