Bangladesh India । ভারত ও বাংলাদেশে আটক থাকা মৎস্যজীবীরা ফিরবেন নিজ নিজ দেশে, সিদ্ধান্ত নিলো দুদেশের সরকার
ভারতে আটক ৯০জন বাংলাদেশি মৎস্যজীবীকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ভারতের ৯৫জন মৎস্যজীবীকেও ভারতে ফেরাবে বাংলাদেশ।
বড়ো সিদ্ধান্ত নিলো ভারত ও বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের বিদেশ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬টি ট্রলার গত অক্টোবর ও নভেম্বরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তাতে সব মিলিয়ে ৯৫জন ভারতীয় ছিলেন। বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে। ভারতের উপকূলরক্ষী বাহিনীও গত ৯ডিসেম্বর দুটি বাংলাদেশি ট্রলার আটক করেছিল। সেখানে ৭৮জন বাংলাদেশী ছিলেন। সেপ্টেম্বর মাসে আরও ১২জন বাংলাদেশী আটক হন। তাঁদের ছাড়লো ভারত সরকার। আগামী রবিবার, ৫জানুয়ারি তাঁরা নিজেদের দেশে ফিরে যাবেন।