Railway Testing Track | ভারতীয় রেলওয়ের ১৭১ বছরের ইতিহাসে প্রথমবার! যোধপুরে তৈরী হচ্ছে ট্রেন টেস্টিং ট্র্যাক
Wednesday, November 13 2024, 5:58 am

ভারতীয় রেলওয়ের ১৭১ বছরের ইতিহাসে প্রথমবার ট্রেন টেস্টিং ট্র্যাক চালু হতে চলেছে।
ভারতীয় রেলওয়ের ১৭১ বছরের ইতিহাসে প্রথমবার ট্রেন টেস্টিং ট্র্যাক চালু হতে চলেছে। বুলেট ট্রেন, বন্দে ভারতের মতো হাই স্পিড ট্রেন এবং মেট্রোরেলের মতো ‘সংবেদনশীল’ বৈদ্যুতিন প্রযুক্তি নিয়ন্ত্রিত ট্রেন চলার পরীক্ষা নেওয়া যাবে এই ট্র্যাকে। মূলত গাড়ির নতুন মডেল লঞ্চের আগে টেস্টিং গ্রাউন্ডে তা চালিয়ে দেখে হয়,সব ঠিকমতো কাজ করছে কি না। এবার ভারতীয় রেলও এমন ট্রেন টেস্টিং ট্র্যাক চালু করতে চলেছে। যোধপুরে ৮২০ কোটি টাকা খরচে টেস্টিং ট্র্যাকটি ২০২৫ এর মধ্যে তৈরী হয়ে যাবে।
- Related topics -
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- ট্রেন
- বুলেট ট্রেন
- বন্দে ভারত
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।