Uttam Mohanty | প্রয়াত ‘পয়লা সুপারস্টার’ উত্তম মোহান্তি! শোকের ছায়া ওড়িয়া সিনেজগতে!

Friday, February 28 2025, 8:08 am
Uttam Mohanty | প্রয়াত ‘পয়লা সুপারস্টার’ উত্তম মোহান্তি! শোকের ছায়া  ওড়িয়া সিনেজগতে!
highlightKey Highlights

ওড়িয়া সিনেজগতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি।


ওড়িয়া সিনেজগতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা উত্তম মোহান্তি। জানা গিয়েছে, লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন অভিনেতা। প্রথমে ভুবনেশ্বরের এক হাসপাতালে ভর্তি থাকলেও পরে আশঙ্কাজনক হওয়ায় এয়ারলিফটে দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে শেষরক্ষা হল না। মাত্র ৬৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘পয়লা সুপারস্টার’ উত্তম মোহান্তি। ওড়িয়া বিনোদুনিয়ায় দু দশকেরও বেশি সময় ধরে হিরোর ভূমিকায় রাজত্ব করেছেন তিনি। ওড়িয়া সিনেজগতের নক্ষত্রপতনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File