আজ বলয়গ্রাস সূর্যগ্রহণ, আসুন জেনে নেওয়া যাক কোথায় কখন দেখা যাবে

Thursday, June 10 2021, 4:35 am
highlightKey Highlights

আজ চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ । এবিষয়ে NASA জানিয়েছে, সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখাতে আসলেও সূর্য পুরোপুরি ঢাকা পড়বে না। চাঁদের চারপাশে সৃষ্টি হবে 'রিং অফ ফায়ার'। ২৫ ডিগ্রি অবস্থানে সূর্য ও চাঁদকে দেখা যাবে দুপুর ১টা বেজে ৪২ মিনিট থেকে সন্ধে ৬টা বেজে ৪১ মিনিট পর্যন্ত। ভারতে কেবল লাদাখ ও অরুণাচল প্রদেশের দিবাং অভয়ারণ্য অঞ্চল এলাকা থেকে বিকেল ৫.৫২ টা নাগাদ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। পাশাপাশি রাশিয়া, গ্রিনল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশে, আলাস্কা, ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলে আংশিক বলয় দেখা যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File