Kesari Chapter 2 | জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্মম স্মৃতি এবার বড় পর্দায়! ‘কেশরী ২’-র প্রথম ঝলকেই ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠলেন অক্ষয়!
Tuesday, March 25 2025, 6:14 am

প্রকাশ পেলো ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’এর প্রথম ঝলক।
ইংরেজদের নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলবেন অক্ষয়! বড় পর্দায় তুলে ধরবেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ইতিহাস! প্রকাশ পেলো ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’এর প্রথম ঝলক। টিজারে অক্ষয়কে দেখা গেল সি শংকরণ নায়ারের ভূমিকায়। যিনি তৎকালীন ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এবং আদালতে সমস্ত ব্রিটিশ কর্মীদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা করেছিলেন। এই সিনেমায় দেখা যাবে আর মাধবন এবং অনন্যা পাণ্ডেকেও। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে কেশরী চ্যাপ্টার ২:'।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- সিনেমাা
- অক্ষয় কুমার