বছর শেষে বড় ঘোষণা, পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রকাশ্যে আনল দেশের প্রথম নিউমোকোকাল ভ্যাকসিন।
Wednesday, December 30 2020, 8:48 am
Key Highlights
দেশীয় স্তরে প্রথম তৈরি নিউমোনিয়া ভ্যাকসিন, সোমবার সেই বার্তাই দেয় ইনস্টিটিউট। যখন গোটা বিশ্ব করোনা ভাইরাসের দাপটকে নির্মূল করতে ভ্যাকসিন নিয়ে লড়াই করছে, ঠিক সেই সময় Covishield তৈরি করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। অন্যদিকে, AstraZeneca-Oxford coronavirus vaccine এর সঙ্গে কাজ করছে সেরাম ইনস্টিটিউট। সিরামের নিউমোকোকাল ভ্যাকসিন, নিউমোসিল, স্বাস্থ্য সংস্থা পাথ, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে এক যুগ ধরে তৈরি করছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন এই ভ্যাকসিনটি প্রকাশ্যে আনেন।
- Related topics -
- দেশ
- সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া
- নিউমোনিয়া
- নিউমোকোকাল ভ্যাকসিন