বিজ্ঞান ও প্রযুক্তিইতিহাসে প্রথম মঙ্গলে উড়বে হেলিকপ্টার, এই প্রকল্পের পিছনে রয়েছে ২ বাঙালি-সহ ৩ ভারতীয় গবেষক
‘ইনজেনুইটি’ নামের এই বিশেষ কপ্টারটি নির্মাণের পিছনে রয়েছেন বব বলরাম। পুরো প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার তিনি। নাসার সঙ্গে কাজ করছেন প্রায় ৩৬ বছর। তাছাড়াও দুই বাঙালি গবেষক অনুভব দত্ত ও সৌম্য দত্ত জড়িয়ে রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে। নাসার ‘পারসিভারেন্স’ রোভার প্রজেক্টের বৃহত্তর অংশ প্রতিবেশী গ্রহে এই হেলিকপ্টার প্রেরণ। গত ৩০ জুলাই পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইনজেনুইটি। আগামী ১৮ ফেব্রুয়ারি মঙ্গলের মাটি স্পর্শ করবে পারসিভারেন্স রোভার। আর তারপর সেখান থেকে বেরিয়ে এসে আকাশে উড়বে হেলিকপ্টার। পরিকল্পনা এমনই।