লোকাল ট্রেন চালুর প্রথম দিনেই শিয়ালদহ স্টেশনে খারাপ টিকিটের মেশিন, দূরত্ববিধির কোনো বালাই নেই !

Wednesday, November 11 2020, 7:58 am
লোকাল ট্রেন চালুর প্রথম দিনেই শিয়ালদহ স্টেশনে খারাপ টিকিটের মেশিন, দূরত্ববিধির কোনো বালাই নেই !
highlightKey Highlights

দীর্ঘ ৮ মাস পরে রাজ্যে আজ থেকে চলেছে লোকাল ট্রেন। করোনা পরিস্থিতিতে রাজ্য ও রেলের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হল দূরত্ববিধি ও ভিড় নিয়ন্ত্রণ করা। শিয়ালদহ সাউথের টিকিট কাউন্টার সামনে লাইন দিয়ে রয়েছে প্রচুর অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন। কিন্তু প্রথম দিনেই কাজ করছেনা সেই মেশিন। এগুলি কাজ করলে যাত্রীদের অনেক সুবিধে হত। কিন্তু দূরত্ববিধির কোনো বালাই নেই। প্রথম দিনেই রেল পরিষেবা নিয়ে চরম তুঙ্গে জল্পনা। এখন অপেক্ষা আগামীদিনে কি হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File