Kapil Sharma | কপিল শর্মার ক্যাফেতে ফের চলল গুলি, অনলাইন পোস্টে দায় স্বীকার গ্যাংস্টার গোল্ডির

Thursday, August 7 2025, 4:59 pm
highlightKey Highlights

কপিল শর্মার ক্যানাডার ক্যাফেতে ফের চলল গুলি। খালিস্তানি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ ওরফে গোল্ডি ব্রার এই হামলার দায় স্বীকার করেছে।


৯ জুলাইয়ের পর ফের কপিল শর্মার ক্যানাডার ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’তে চললো গুলি। এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই এর গোল্ডি ব্রার গ্যাং এক অনলাইন পোস্টে বলেছে, ‘জয় শ্রী রাম, সৎ শ্রী অকাল, রাম রাম ভাইরা। সারেতে কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে আজ যে গুলি চলেছে তার দায় নিচ্ছি আমি, গোল্ডি ধিলোঁ এবং লরেন্স বিষ্ণোই গ্যাং। আমরা ওকে [সম্ভবত কপিল শর্মা] ফোন করেছিলাম। কিন্তু ও ফোনে সাড়া দেয়নি। তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে। যদি ও এখনও সাড়া না দেয়, তা হলে আমরা শীঘ্রই মুম্বইয়ে পরবর্তী পদক্ষেপ করব।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File