Election Commission | নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে আগুন! অনেক তথ্যই পুড়ে গিয়েছে বলে আশঙ্কা!

Monday, June 23 2025, 7:50 am
Election Commission | নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে আগুন! অনেক তথ্যই পুড়ে গিয়েছে বলে আশঙ্কা!
highlightKey Highlights

একদিকে যেখানে কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে আসছে নতুন তথ্য, তখন আগুন জ্বলে উঠলো নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে!


একদিকে যেখানে কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে আসছে নতুন তথ্য, তখন আগুন জ্বলে উঠলো নির্বাচন কমিশনের বিল্ডিংয়ে! জানা গিয়েছে, কমিশনের একতলায় অবস্থিত বামার লরি ডেটা সেন্টার রুমে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পরে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। সূত্রে খবর, আগুনের প্রভাবে অনেক তথ্যই পুড়ে গিয়েছে। তবে যেখানে আগুন লেগেছে সেই অংশের সঙ্গে নির্বাচন কমিশনের কোনও সংযোগ নেই। ফলে তাদের অফিসে কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। কিন্তু কীভাবে আগুন লাগলো তা আপাতত খতিয়ে দেখা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File