শহর কলকাতা

EM Bypass Fire | বাইপাস সংলগ্ন এলাকায় অগ্নিকান্ড! পুড়ে ছাই একাধিক গাড়ি! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন!

EM Bypass Fire | বাইপাস সংলগ্ন এলাকায় অগ্নিকান্ড! পুড়ে ছাই একাধিক গাড়ি! ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন!
Key Highlights

শনিবার বেলা ১১টা নাগাদ বাইপাস সংলগ্ন আরুপোতায় একটি গ্যারাজে আগুন লাগে বলে খবর।

ফের কলকাতায় অগ্নিকান্ড! শনিবার বেলা ১১টা নাগাদ বাইপাস সংলগ্ন আরুপোতায় একটি গ্যারাজে আগুন লাগে বলে খবর। দুর্ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক গাড়ি। হতাহতের কোনও খবর নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকাই তাঁরা গ্যারাজ থেকে ধোঁয়া বার হতে দেখেন। সামনে গিয়ে দেখতে পান, গ্যারাজে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হলে দ্রুত দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। কিন্তু ওই এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় প্রায় মিনিট ১৫র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।