Train Fire | বক্সার টাটানগর এক্সপ্রেসে চলন্ত ট্রেনের কামরায় আগুন, আতঙ্কিত যাত্রীরা

Wednesday, March 5 2025, 5:34 pm
highlightKey Highlights

বক্সার টাটানগর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ায়।


ফের ট্রেনে অগ্নিকান্ড। বক্সার টাটানগর এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরুলিয়ায়। সূত্রের খবর, বক্সার থেকে টাটার দিকে যাচ্ছিল আপ লাইনের ওই ট্রেন। পুরুলিয়ার ছররা স্টেশনে পৌঁছনোর ঠিক আগেই সেকেন্ড ক্লাস জেনারেল কম্পার্টমেন্ট থেকে আগুনের হলকা চোখে পড়ে যাত্রীদের। যাত্রীরা চেঁচামেচি শুরু করলে ছররায় ঢোকার আগেই দাঁড়িয়ে যায় ট্রেন। দ্রুত ট্রেন ফাঁকা করে কামরাগুলিকে আলাদা করা হয়। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে আগুন লাগলো তা জানা যায়নি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File